হাদিসের কথা

রোগের কারণে মৃত্যু কামনা করা আবু হুরাইরাহ রা: বলেন, আমি রাসূলুল্লাহ সা:-কে বলতে শুনেছি : তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লোকজন প্রশ্ন করল : হে আল্লাহর রাসূল! আপনাকেও নয়? তিনি বললেন : আমাকেও নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তাঁর করুণা ও দয়া দিয়ে আবৃত না করেন। কাজেই মধ্যমপন্থা গ্রহণ করো এবং নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও। আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে। কেননা, সে ভালো লোক হলে (বয়স দ্বারা) তার নেক আমল বৃদ্ধি হতে পারে। আর খারাপ লোক হলে সে তওবা করার সুযোগ পাবে।
সহিহ বুখারি : ৫৬৭৩

We will be happy to hear your thoughts

Leave a reply