উম্মতের জন্য নবিজীর (সা.) যে দোয়া কবুল হয়নি

দাউদ আলাইহিস সালামের শরিয়তে আল্লাহর ইবাদাতের নির্ধারিত দিন ছিলো শনিবার। সে দিনের হুকুম অমান্য করায় আল্লাহ সে জাতির আকৃতিতে পরিবর্তন ঘটিয়ে বানরের আকৃতি করেছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে তাঁর উম্মতের আকৃতি পরিবর্তনের শাস্তি রহিত করেছেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য ৩টি দোয়া করেছেন। দুইটি দোয়া আল্লাহ কবুল করেছেন আর একটি দোয়া কবুল করেননি। দোয়াগুলো কী?

১. হে আল্লাহ! আমার উম্মতকে অন্যান্য উম্মতের ন্যয় কোনো জন্তুতে (পশু) পরিণত করো না। আল্লাহ তাআলা এ দোয়া কবুল করেছেন।

২. হে আল্লাহ! অন্যান্য উম্মতের ন্যয় আমার উম্মতকে সম্পূর্ণ ধ্বংস করো না। আল্লাহ তাআলা এ দোয়াও কবুল করেছেন।

৩. হে আল্লাহ! আমার উম্মতের মধ্যে যেন খুন-খারাবি না হয়, আল্লাহ তাআলা এ দোয়া কবুল করেননি।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া থেকে বুঝা যায়, আল্লাহ তাআলা তাঁর দোয়ার বরকতে উম্মতে মুহাম্মাদিকে আকৃতি পরিবর্তনসহ দুনিয়ার কঠোর শাস্তি হতে নাজাত দিয়েছেন।

মুসলিম উম্মাহর উচিত, কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার মর্যাদা রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর দোয়ার মর্যাদা রক্ষা করার তাওফিক দান করুন। আমিন।

We will be happy to hear your thoughts

Leave a reply